
বিশ্বকাপ শুরুর আগে থেকে বাংলাদেশের বড় মাথাব্যথার নাম ছিল আফগানিস্তান। প্রথম ম্যাচে সেই আফগানদের হারিয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। আফগানিস্তানের ১৫৭ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করেছে ৬ উইকেট ও ৯২ বল হাতে রেখে।
টসে হেরে ব্যাটিং করতে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। অধিনায়ক সাকিব ও মিরাজ ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। মিরাজ ৫৭ রানে আউট হলেও শান্তর অপরাজিত থাকে ৫৯ রানে।
ম্যান অব দ্য ম্যাচ হন মেহেদী হাসান মিরাজ।
আপনার মূল্যবান মতামত দিন: