ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ঢাবিতে গিয়ে নৌকায় ভোট চাইলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩ ১৬:৩৯

আমাদের ভালোর জন্য, আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে শামসুন্নাহার হলের সুবর্ণ জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা চাই না দেশে একসঙ্গে ৫০০ বোমা পড়ুক। আমরা চাই দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের গতি অব্যাহত থাকবে।

তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে নৌকায়। ভোটটা দিতে হবে নৌকায়। আমাদের ভালোর জন্য। আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য।

মন্ত্রী বলেন, ‘আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাই। যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ আরো সুন্দর হয়। আমাদের সন্তানদের আরো সুন্দর ভবিষ্যতের জন্য নৌকায় ভোটটা দিতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: