
ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কোনো প্রশ্ন না করতে জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে মারাত্মক আতঙ্ক রয়েছে। এ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কী করতে চাচ্ছে, কিংবা ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কোনো অবহেলা আছে কি না- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পৌরসভা কিংবা সিটি কর্পোরেশনকে প্রশ্নটি করলে তা যৌক্তিক হতো।
যারা মশা নিধন করেন, যারা ময়লা ও ড্রেন সাফ করেন এবং যারা ময়লা গাড়িতে করে নিয়ে যান- এটা তাদের দায়িত্ব। স্বাস্থ্য বিভাগের দায়িত্ব এটা না। কাজেই এ প্রশ্ন স্বাস্থ্য বিভাগে করবেন না।
আপনার মূল্যবান মতামত দিন: