ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাইপ্রাসে ইসরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১৭:১৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩ ১৭:১৩

সাইপ্রিয়ট রাজধানী নিকোসিয়ায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের বাইরে একটি ছোট বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, নিকোসিয়ার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত দূতাবাসের কম্পাউন্ড থেকে প্রায় ৩০ মিটার দূরে ‘অল্প পরিমাণে পাইরোটেকনিক উপাদান’ ধারণকারী একটি ধাতব বস্তু বিস্ফোরিত হয়।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এলাকায় পাওয়া ১৭ থেকে ২১ বছর বয়সী চার যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

আটকদের মধ্যে একজনের গাড়ি থেকে দুটি ছুরি ও একটি হাতুড়ি পাওয়া গেছে। আটককৃতরা সিরিয়ান বলে সাইপ্রাসের রাষ্ট্রীয় রেডিও জানিয়েছে।

সূত্র: রয়টার্স 



আপনার মূল্যবান মতামত দিন: