odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

জামালদের জন্য ৬০ লাখ টাকা বোনাস ঘোষণা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২১ October ২০২৩ ১৯:৫৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ October ২০২৩ ১৯:৫৮

আগেই নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপের মূল বাছাইয়ে উঠতে পারলে বাংলাদেশ ফুটবল দলকে বড় অঙ্কের বোনাসের ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী আজ শনিবার বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় বোনাস প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কাজী সালাউদ্দিন।

পুরো দলকে ৬০ লাখ টাকা বোনাসের ঘোষণা দিয়েছেন তিনি।

বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি বলেছিলাম বোনাস দেব। সে অনুযায়ী দলকে ৬০ লাখ টাকা বোনাসের সিদ্ধান্ত নিয়েছি। এটা বিশ্ব ফুটবলের সংস্কৃতি। সেটাই অনুসরণ করার চেষ্টা করছি।

উল্লেখ্য বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়। ফিরতি লেগে কিংস অ্যারেনায় ২-১ গোলে জেতে বাংলাদেশ। বাছাইয়ের মূল পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। 



আপনার মূল্যবান মতামত দিন: