odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

জয়ের জন্য টালমাটাল থাকা পাকিস্তানকে লক্ষ্য বানাচ্ছে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ October ২০২৩ ১৭:৪০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ October ২০২৩ ১৭:৪০

সেমিফাইনালের দৌড়ে গুরুত্বপূর্ণ ২ পয়েন্টের জন্য আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবেন বাবর আজমরা। এই ম্যাচে পাকিস্তান জয়ের জন্য যে মরিয়া হয়ে থাকবে, সেটি জানেন জনাথন ট্রট। 

আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচ বলেন, 'আমরা জানি কাল পাকিস্তান জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে। পরাজয়ের বৃত্ত ভাঙতে চাইবে।' তাই জয়ের ধারায় ফিরতে টালমাটাল থাকা পাকিস্তান দলকে লক্ষ্য বানাচ্ছে তারা।

আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগান কোচ বলেন, 'আমরা মাঠে নামি প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে। স্বাভাবিকভাবে কালও একইভাবে খেলব। প্রতিটি ম্যাচ জিততে হবে।

এটি একটি বিশ্বকাপ, এখানে প্রতিটি খেলা গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচটিকে মূল্যায়ন করছি।'  



আপনার মূল্যবান মতামত দিন: