odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

বাংলাদেশকে আফগানদের 'বেড়ে ওঠা' দেখতে বললেন নাসের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ October ২০২৩ ২১:৩৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ October ২০২৩ ২১:৩৩

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে বিশ্বকাপে টানা ১৪ ম্যাচ হেরেছিল আফগানিস্তান। বিশ্বকাপে টানা বেশি ম্যাচ হারার রেকর্ডে আফগানদের ওপরে তখন শুধুই জিম্বাবুয়ের।

১৯৮৩-১৯৯২ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৮ ম্যাচ হেরেছিল তারা। সে যাই হোক, টানা হারে জর্জরিত আফগানরা সমালোচনায় বিধ্বস্ত হয়েছিল। বড় টুর্নামেন্টে বিশেষে করে ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য তারা কতটা তৈরি, এমন কথাও উঠছিল। কিন্তু এক ঝটকায় পরিস্থিতি ভিন্ন মোড় নিয়েছে। প্রথমে ইংল্যান্ড আর কাল পাকিস্তানের বিপক্ষে জয়ের পর প্রশংসা বন্যায় ভাসছে আফগানরা।

উল্টো অবস্থা বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানদের হারানোর পর টানা তিন ম্যাচ হেরেছেন সাকিব আল হাসানরা। স্বাভাবিকভাবে সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলকে নিয়ে। সমালোচনা হচ্ছে বাংলাদেশ দলের খেলার ধরণ নিয়েও।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পূর্ববর্তী আলোচনায় সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন যেমনটা বললেন, 'আফগানিস্তানের এই বেড়ে ওঠা দেখা উচিত বাংলাদেশের।



আপনার মূল্যবান মতামত দিন: