
ইরানের উত্তরাঞ্চলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১৬ জন। স্থানীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে।
প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ জালাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, উত্তর গিলান প্রদেশের ল্যাঙ্গারুদ শহরের একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩২ জন নিহত হয়েছে।
আহত হয়েছে আরো ১৬ জন, যাদের মধ্যে চারজনের অবস্থা ‘সংকটজনক’।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তবে প্রদেশের প্রধান বিচারপতি ইসমাইল সাদেঘি একটি তদন্ত শুরু করেছেন বলে মিজান অনলাইন জানিয়েছে।
সূত্র : এএফপি
আপনার মূল্যবান মতামত দিন: