odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

যদি খেলি তাহলে মাঠে দেখবেন : তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ November ২০২৩ ২০:৩২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ November ২০২৩ ২০:৩২

বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবাল চোট কাটিয়ে আবার কবে ফিরবেন? রহস্য রাখলেন অভিজ্ঞ এই ওপেনার। জানিয়েছেন, আবার মাঠে ফেরা বা না ফেরার সিদ্ধান্ত এখনো নেননি তিনি।

তামিম বলেন, 'জানি না সামনে খেলব কি খেলব না। যদি খেলি তাহলে মাঠে দেখবেন, যদি না খেলি তাহলেও একই। দোয়া করবেন আমার জন্য।'

আজ একটি জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 



আপনার মূল্যবান মতামত দিন: