odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

জন্মদিনে সেঞ্চুরি করে শচিনকে ছুঁলেন কোহলি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ November ২০২৩ ২২:৩৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫ November ২০২৩ ২২:৩৪

নিজের জন্মদিনে শচিন টেন্ডুলকারের রেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। একদিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেটের ‘চিকু’ শচিনের কীর্তিতে ভাগ বসালেন কলকাতার ইডেন গার্ডেন্সে।

রোববার কোহলি শতরান পূর্ণ হয় ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে।

ইডেনের ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করতে করতে কোহলি স্পর্শ করে ফেললেন শচিনকে। একদিনের ক্রিকেটে তার ৪৯তম শতরান পূর্ণ হতেই তাকে দাঁড়িয়ে অভিনন্দন জানাল ইডেনের ৬৭ হাজারের গ্যালারি।



আপনার মূল্যবান মতামত দিন: