ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ১২:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৩ ১২:০৬

বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার নয় বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান।

ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে অনির্বাচিত সরকার চায়? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। বাংলাদেশে সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

আপনি শুনেছেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই বিশেষ কোনো সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করে না।’

বেদান্ত প্যাটেল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা।



আপনার মূল্যবান মতামত দিন: