
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার নরসিংদী যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ও পরিবেশবান্ধব ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাসহ মোট ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন সরকারপ্রধান।
এরপর ঘোড়াশালে একটি সুধী সমাবেশে অংশ নেবে তিনি। পরে বিকেলে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলাবাহিনীর প্রায় ৮ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: