
অনিয়মিত পথে রুমানিয়া থেকে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টার সময় ৮৬ জন অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিবাসীরা বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গেছে। দুটি আলাদা বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে রুমনিয়ার সীমান্ত পুলিশ।
সীমান্ত পুলিশ সোমবার জানায়, স্থানীয় সময় রবিবার আনুমানিক রাত দেড়টার দিকে নাদলাক-২ সীমান্তে একটি মালবাহী লরিতে লুকিয়ে থাকা ৫২ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।
রবিবার প্রকাশিত আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে সীমান্ত পুলিশ জানায়, একটি ট্রাক ও একটি কোচের ভেতর থেকে ৩৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন। সেখান থেকে ২৪ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে আটক করা হয়। তাদের সবাই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রুমানিয়া এসেছিলেন।
সূত্র : ইনফোমাইগ্রেন্টস
আপনার মূল্যবান মতামত দিন: