odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 2nd January 2026, ২nd January ২০২৬

দুঃসময়ে বাবরের পাশে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৪:০৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ November ২০২৩ ১৪:০৫

দুঃসময়ে বাবর আজমের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছেন, 'আপনি যদি বলেন বাবর আজম অধিনায়কত্বের জন্য সঠিক পছন্দ নয়, তাহলে আপনি কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখছেন।

সে কিন্তু সেই অধিনায়ক, যে ছয় মাস আগেও পাকিস্তানকে র‍্যাংকিংয়ে এক নম্বর করেছে। যখন কেউ শূন্য রানে আউট হবে, তখন ৯৯ ভাগ মানুষ তাকে বাদ দিতে চাইবে। একজন সাধারণ খেলোয়াড় এসেই সেঞ্চুরি করলে, তাকে মহাতারকা বানিয়ে দেবে। তাই কেবল সাম্প্রতিক পারফরম্যান্স দেখবেন না, দেখুন সে দলের জন্য কী করেছে। কতটা নিবেদিত ছিল।

কপিল দেবের পাশাপাশি বাবরকে সমর্থন দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক বোর্ড সভাপতি রমিজ রাজাও। তাঁর মতে, বাবরকে বলির পাঁঠা না বানিয়ে বোর্ডে পরিবর্তন করা হোক।

সূত্র: ইন্ডিয়া টুডে



আপনার মূল্যবান মতামত দিন: