ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনায় দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বঙ্গবন্ধু পরিষদের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২০:১৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ২০:১৬

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্কৃতিকারীদের ককটেল হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক।

গত বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩, রাত ১১টা ১০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। 

গতকাল এক যুক্ত বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন -“বিএনপি-জামাত ও তাদের দোসরদের আহত অযৌক্তিক ও গণবিরোধী হরতালের দিনে পুরোপুরি শাস্ত কলাবাগান এলাকায় অবস্থিত আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে যারা হঠাৎ ককটেল ছুঁড়ে মেরেছে তারা আর যাই হোক কোনো শুভ শক্তি হতে পারে না। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তি, হরতাল-অবরোধ করার যাদের কোনো সামর্থ্য নেই, জনগণের সমর্থন পাওয়ার কোনো ক্ষীণতম সুযোগ কিংবা প্রকাশ্যে আসার সাহসও যাদের নেই তারাই এই ধরনের চোরাগুপ্তা হামলার মতো হীন কার্যক্রমের মাধ্যমে -- জনগণের মনোযোগ আকর্ষণের ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সারা দেশে তারা বাস, ট্রাক, ট্রেন, গাড়ি ও নিরীহ মানুষের উপর ক্রমাগত অগ্নিসন্ত্রাসের মাধ্যমে ব্যাপকভাবে সম্পদের ধ্বংস চালাচ্ছে ও মানুষকে পুড়িয়ে মারছে। তাদের উদ্দেশ্য জান-মালের ক্রমাগত ক্ষতি করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচনকে বানচাল করা।

এরই অংশ হিসেবে তারা গত রাতে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপর আকস্মিক ককটেল হামলা চালিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তদন্তপূর্বক দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেই সাথে এই নৈরাজ্য সৃষ্টিকারী অপশক্তির বিরুদ্ধে সচেতন ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি। উদাত্ত আহ্বান জানাচ্ছি।”



আপনার মূল্যবান মতামত দিন: