
সাকিব আল হাসান
বড় ম্যাচে আবারও প্রমাণ করেছেন সাকিব আল হাসান কেন তিনি বিশ্বসেরা। রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১৬ রানে শিকার করেছেন পাঁচ উইকেট। আসর সেরা এই পারফরম্যান্সে ১৪২ রানেই গুটিয়ে যায় গেইল-ম্যাককালামের রংপুর। দূরন্ত বোলিংয়ের দিনে পরাজিত দলে থাকতে হলো সাকিবকে।
আগের দিন কুমিল্লার কাছে হার। হতাশায় মেজাজ হারিয়ে গুণতে হয়েছে জরিমানাও। যোগ হয়েছে তিন ডিমেরিট পয়েন্ট। এক ম্যাচ নিষিধাজ্ঞা থেকে আর এক পয়েন্ট দূরে সাকিব।
ব্যাটে-বলে বিবর্ণ ক্যাপ্টেন সাকিব রংপুরের বিপক্ষে ফিরলেন চ্যাম্পিয়নের মত। তারকায় ঠাসা রংপুর শুরুতে চড়েছে গেইলের ব্যাটে। ৩৬ রানে ম্যাককালাম বিদায় নিলেও নিয়ন্ত্রণ হাতছাড়া হতে দেননি মোহাম্মদ মিঠুন। গেইলের ২৭ বলের ফিফটিতে আপারহ্যান্ডে রাইডাররা।
ভালো অবস্থান থেকে রাইডার্সকে টেনে নামানোর দায়িত্বটা কাঁধে তুলে নেন অধিনায়ক সাকিব। জমে যাওয়া শাহরিয়ার নাফিসকে আউট করার পর স্বস্তি দেননি মোহাম্মদ মিঠুনকে। তারপরও বোপারা-জিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল রংপুর। শেষ ওভারে রাইডারদের ওড়ার স্বপ্নে আবারও সাকিব-বাধা। জিয়া-গাজীদের ওয়াইল্ড স্লগ সামলেছেন সুক্ষ্ম কারুকাজে।
রুবেলকে ফিরিয়ে পূরণ করেছেন বিপিএলে নিজের প্রথম ফাইভ উইকেটস হল। বিপিএলে স্পিনারদের এটিই সেরা পারফরম্যান্স। ব্যাট হাতে অবশ্য অতোটা ভালো করতে পারেননি সাকিব। তিনে নেমে শুরুটা ভালো হলেও শেষ করতে পারেননি। সাকিবকে ফিরিয়ে প্রতিশোধ হয়তো নিয়েছেন সোহাগ গাজী তবে কাজ যা হওয়ার সাকিবই করে গিয়েছেন বল হাতেই।
আপনার মূল্যবান মতামত দিন: