
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি সভা করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সভা শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেছেন, ভোটের তারিখ পেছানোর আর সম্ভাবনা নেই।
আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সভাকক্ষে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি কিংবা অন্য দলগুলো নির্বাচনে আসার সিদ্ধান্ত নিলে ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা কতটুকু- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ভোটগ্রহণের সবরকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন আর ভোটের তারিখ পেছানোর কোনো সম্ভাবনা নেই।
আপনার মূল্যবান মতামত দিন: