ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফিলিস্তিনে ইসরাইলি হামলার নিন্দা প্রকাশ করেছে স্পেন ও বেলজিয়াম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ১৩:৪০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩ ১৩:৪০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীরা। তারা গাজায় নির্বিচার ইসরায়েলি বোমাবর্ষণের নিন্দা জানিয়েছেন।  

তবে তাদের এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দখলদার ইসরায়েল।

শুক্রবার গাজা উপত্যকার রাফাহ ক্রসিংয়ের মিশর অংশে যৌথ সংবাদ সম্মেলন করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদরো সানচেজ ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রো।

তারা দু’জনই গাজাবাসী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ‘নির্বিচার’ হামলার নিন্দা জানান। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাতের পর তাদের এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সূত্র: রয়টার্স 



আপনার মূল্যবান মতামত দিন: