ঢাকা | বৃহঃস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ত্যাগী ও সৎ নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বঙ্গবন্ধু পরিষদের কৃতজ্ঞতা জ্ঞাপন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩ ২২:১৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩ ২২:১৮

বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সৎ রাজনীতিবিদদের মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। 

অধ্যাপক আ ব ম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয় যে 

১) বঙ্গবন্ধু পরিষদের অন্যতম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আবদুস সালাম মানিকগঞ্জ-ঘিওর আসন থেকে মনোনয়ন প্রাপ্ত। 

২) বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সম্মানিত সদস্য, আমাদের দীর্ঘদিনের সৎ ও সংগ্রামী নেতা, বিশিষ্ট সাংবাদিক ব্যক্তিত্ব, জনাব শফিকুর রহমান চাঁদপুর থেকে মনোনয়ন প্রাপ্ত। 

৩) টাঙ্গাইল-৩ আসন থেকে বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সম্মানিত সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানী ব্যক্তিত্ব ও স্বাস্থ্য বিষয়ক কলাম লেখক অধ্যাপক ডা. মো. কামরুল হাসান খান।

৪) বগুড়া-৭ আসন থেকে বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডা. মো. মোস্তফা আলম।

৫) কক্সবাজার-৩ আসন থেকে বঙ্গবন্ধু পরিষদের কক্সবাজার জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সংগঠক ও জনদরদী জনাব সাইমুম সরওয়ার কমল। 

উপরিউক্ত আমাদের এই সংগ্রামী ও সৎ রাজনীতিবিদকে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রজ্ঞাপনে আরও বলা হয় যে, মনোনয়ন পাওয়া তাঁদের সবাইকে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সার্বিক সাফল্য কামনা করছি। আসুন আমরা সবাই তাঁদের বিজয় লাভের জন্য সক্রিয় হই এবং দোয়া করি।



আপনার মূল্যবান মতামত দিন: