
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমা হামলার চেয়েও বেশি প্রাণহানি হতে পারে বিভিন্ন রোগে। এমন সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিশ্ব সংস্থাটির মুখপাত্র মারগারেট হ্যারিস জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো না হলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে ব্যাপকহারে ছড়িয়ে পড়া রোগে।
স্থানীয় সময় মঙ্গলবার জেনেভায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, 'যুদ্ধবিধ্বস্ত গাজায় বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থা সারিয়ে তোলা না গেলে ইসরায়েলি বোমা হামলায় যত মানুষ নিহত হয়েছেন, তার চেয়েও বেশি মৃত্যু হতে পারে সেখানে ব্যাপকহারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে। '
সূত্র: রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: