odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 12th January 2026, ১২th January ২০২৬

গাইবান্ধায় 'জাগো২৪.নেট' এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি | প্রকাশিত: ১ December ২০২৩ ২৩:৩৬

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১ December ২০২৩ ২৩:৩৬

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধা জেলার স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর ৩য় তম প্রতিষ্ঠাবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। সত্যের সন্ধানে- শ্লোগান নিয়ে এ পোর্টালটি চতুর্থ বর্ষে পর্দাপণ করল।

১লা ডিসেম্বর শুক্রবার বিকেলে ‘জাগো২৪.নেট’ এর সাদুল্লাপুর অফিস কক্ষে এ উপলক্ষ্যে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর সম্পাদক ও প্রকাশক খোরশেদ আলমের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজু কামাল, অধ্যক্ষ আমিরুল মোমিনিন সাগর, প্রভাষক মাহমুদুল হক মিলন, শিক্ষক মোস্তাফিজার রহমান ফারুক, সমকাল প্রতিনিধি শাহজাহান সোহেল, সাংবাদিক আব্দুল কাফি সরকার, আব্দুল জোব্বার আকন্দ, মুয়াজ্জিন বেলাল হোসেন, ‘জাগো২৪.নেট’ এর বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ, স্টাফ করেসপন্ডেন্ট শামীম সরদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইতোমধ্যে পোর্টালটি পাঠক প্রিয়তা অর্জন করেছে। আগামীতে সত্যনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্যে দিয়ে আরও এগিয়ে যাক কাঙ্খিত স্থানে। শুভ কামনা ‘জাগো২৪.নেট’।



আপনার মূল্যবান মতামত দিন: