odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫
২০২৩ এর শুরু থেকে নভেম্বর পর্যন্ত

এবছর সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন অর্ধলাখের বেশি লোক

odhikar patra | প্রকাশিত: ২ December ২০২৩ ০৩:০৩

odhikar patra
প্রকাশিত: ২ December ২০২৩ ০৩:০৩


ইসলাম ধর্মের সবচেয়ে মর্যাসম্পন্ন সৌদি আরবে ৪ মহাদেশের ( এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার) বিভিন্ন স্থানে ৫৬ হাজার ৫৬১ জন লোক ২০২৩ সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত সময় ইসলাম গ্রহণ করেছেন।

ইসলাম চির শান্তির ধর্ম। এর প্রতি বিশ্বের অসংখ্য মানুষের অনুরাগ তেমনটাই প্রমাণ করে। আবারো ঠিক এমনই প্রমাণিত হলো; গত ১১ মাসে তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছেন।

দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা ইসলাম গ্রহণ করেন। সৌদি বার্তা সংস্থা এপিএ সূত্রে এ তথ্য মতে

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অমুসলিমদের কাছে ইসলামের শিক্ষা উপস্থাপন করা হয়।
সাধারণত বক্তৃতা, পাঠদান, সেমিনার, কর্মশালাসহ সফরের আয়োজন করা হয়। কোম্পানি, হাসপাতাল, অভিবাসী শ্রমিকদের জমায়েতের স্থানসহ বিভিন্ন স্থানে এসব আয়োজন করা হয়।


সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার সংশ্লিষ্ট শাখার বিশেষজ্ঞ আলেমরা বিভিন্ন ভাষায় ইসলাম প্রচারের দায়িত্ব পালন করে থাকেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: