ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আওয়ামীলীগ সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি লাগবে

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১৪:২৯

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ‘সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।

আজ রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অশোক কুমার এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এখনো এ বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আমাদের আচরণবিধিতে যা আছে তাতে করে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে আমাদের লোকাল রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন: