ঢাকা | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

উপমহাদেশের নারীদের জীবন পরিবর্তনের সূচনা করেছিলেন বেগম রোকেয়া: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩ ১৯:৩৮

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, নারী পুরুষের সমতার দাবি নিয়ে কলম আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের নারীদের জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

আগামীকাল বেগম রোকেয়া দিবস ২০২৩ এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষ্যে দেয়া আজ এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ‘বেগম রোকেয়া দিবস ২০২৩’ উদ্যাপন এবং ‘বেগম রোকেয়া পদক’ প্রদানের উদ্যোগকে আমি স্বাগত জানাই। দিবসটি উপলক্ষ্যে নারী জাগরণের অগ্রদূত ও মানবমুক্তির অগ্নিশিখা মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।



আপনার মূল্যবান মতামত দিন: