ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

আজ পবিত্র ‘ঈদ-ই মিলাদুন্নবী’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৩

 

আজ রোজ শনিবার ‘১২ রবিউল আউয়াল’ , পবিত্র ‘ঈদ-ই মিলাদুন্নবী’ (সাঃ)।আজকের এই দিনে আরবের ‘মরু’  ভুমিতে  মা আমিনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্ব-নবী হজরত মুহাম্মদ (সাঃ)।এই দিনে তিনি পৃথিবী মায়া ত্যাগ করে  চলে যান।

আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির ললিত বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সাঃ) নবুওয়াতের সিলসিলায় শেষ নবী। তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে এক পবিত্র দিন। মুসলমান সম্প্রদায় দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। বছর ঘুরে এল আবার সেই দিন।

সারা আরব বিশ্ব যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন মহান আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব বিশ্বনবী (সাঃ)-কে বিশ্বজগতের রহমতস্বরূপ করে পাঠিয়েছিলেন। তিনি ৪০ বছর বয়সে নবুয়্যত লাভ করেন। এরপর বিশ্ব-বাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানব-সত্তার চিরমুক্তির মেসেজ বহন করে এনেছিলেন তিনি। এরপর মহানবী (সাঃ) দীর্ঘ ২৩ বছর এ মেসেজ(বার্তা) প্রচার করেন এবং ৬৩ বছর বয়সে মৃত্যু বরণ করেন।

যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এর মধ্যে আছে মহানবী (সাঃ)-এর ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মহানবীর (সাঃ) জীবনের ওপর আলোচনা সভা, মাহফিল-সহ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করবেন।

 ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পৃথক পৃথক  বাণী দিয়েছেন। এসব বাণীতে তাঁরা দেশবাসী-সহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁরা মহানবী (সাঃ)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান।

 



আপনার মূল্যবান মতামত দিন: