ঢাকা | রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

এআই হবে ২০২৪ সালের নতুন চালিকাশক্তি : বিল গেটস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:১৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩ ১১:১৭

প্রতিবছরের মতো এবারও নিজের ব্লগ পোস্টে আগামী বছরের গুরুত্বপূর্ণ প্রযুক্তি সম্পর্কে লিখেছেন তথ্য-প্রযুক্তি উদ্যোক্তা ও সমাজসেবক বিল গেটস। নতুন বছরে প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কী কী ঘটতে পারে, সে বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন গতকাল মঙ্গলবার প্রকাশিত ব্লগ পোস্টে।

এর মধ্যে একটি বড় স্থান রয়েছে জনস্বাস্থ্য ও পুষ্টি বিষয়ের। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই উদ্যোক্তার মতে, নতুন বছরের অনেক উদ্ভাবন ও অগ্রগতির চালিকাশক্তি হবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

বিল গেটস লিখেছেন, ২০২৪ সালে যেসব প্রযুক্তি আসবে সেগুলো আমাদের ভবিষ্যৎ কেমন হবে সে ছক এঁকে দেবে। বিশ্বের মোড় ঘুরিয়ে দেবে—এআইয়ের এমন কিছু ব্যবহার নিয়ে কথা বলেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। তাঁর মতে, এআই ব্যবহার করে নানা সমস্যা ও আর্থ-সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে। এমন গতিতে নতুন নতুন সব উদ্ভাবন দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: