ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

রাজধানীতে বাড়ছে গ্যাস সংকট

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪ ১২:৩৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৪ ১২:৩৪

গ্যাস সংকট ঢাকাবাসীর পুরনো সমস্যাগুলোর একটি। শীত এলে প্রতি বছরই সেই সংকট ভোগান্তিতে রূপ নেয়। এবার গ্যাসের সরবরাহ কমায় ভোগান্তি আরও বেড়ে গেছে। রাজধানীর বেশির ভাগ আবাসিক এলাকায় এখন গ্যাসের অভাবে চুলা প্রায় জ্বলছেই না। 

রান্নার কাজ দূরের কথা, তীব্র গ্যাস সংকটে ঢাকাবাসী এই কনকনে শীতে গোসলসহ প্রয়োজনীয় কাজ সারতে পানিও গরম করতে পারছে না। গ্যাসের অভাবে ঢাকার সিএনজি স্টেশনগুলোয়ও মিলছে না পর্যাপ্ত গ্যাস। স্টেশনগুলোর বাইরে গাড়ির দীর্ঘ লাইন। গ্যাস না থাকায় ঢাকা ও আশপাশের শিল্পকারখানাগুলোও এখন ধুঁকছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী মো. সেলিম মিয়া জানান, একে শীত, অন্যদিকে গ্যাসের সরবরাহ কম থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে গ্রাহকের গ্যাসের যে চাহিদা তার তুলনায় সরবরাহ কম আছে। গ্যাসের উৎপাদন কম হওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আরও জানান, মেরামতের জন্য বন্ধ থাকা এলএনজি টার্মিনালটি শিগগিরই চালু হতে পারে। তখন গ্যাসের সরবরাহ বাড়লে সংকট কিছুটা কমবে।



আপনার মূল্যবান মতামত দিন: