ঢাকা | সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম : রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১৮:৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৪ ১৮:৫৪

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদ একটি অমর নাম। তিনি শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আগামীকাল শহীদ আসাদ দিবস, বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় একটি দিন। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে দেশের ছাত্রসমাজের ১১-দফা দাবি আদায়ের মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ। ‘আজকের এদিনে আমি শহীদ আসাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি’।



আপনার মূল্যবান মতামত দিন: