ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

মজুদদারি ও সিন্ডিকেট রোধে সরকারের কঠোর নজর রয়েছে : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২০:২৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০২৪ ২০:২৫

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তিনি বলেন, পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, সেটি আমরা দেখব। মজুদদারি ও সিন্ডিকেট যাতে না হয়, সেদিকে সরকারের কঠোর নজর রয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রী নিজ কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে সাক্ষাৎকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। 



আপনার মূল্যবান মতামত দিন: