odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 10th January 2026, ১০th January ২০২৬

নির্বিঘ্ন বিশ্ব ইজতেমা করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে: ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ February ২০২৪ ১৯:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ February ২০২৪ ১৯:৪৫

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বিশ্ব ইজতেমা নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, মুসল্লিদের সেবা ও নিরাপত্তায় জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, র‌্যাবসহ সংশ্লিষ্ট সব দপ্তর নিয়োজিত রয়েছে। 

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান বিশ্ব ইজতেমায় দুই গ্রুপ এক হোক। সবাই মিলেমিশে এক সাথে এ অনুষ্ঠান করবেন, এটাই প্রধানমন্ত্রীর প্রত্যাশা। বাংলাদেশ বিশ্ব ইজতেমার আয়োজক হওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমার দুটি পর্ব শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানে স্থাপিত হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। 



আপনার মূল্যবান মতামত দিন: