odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

পাকিস্তানের কাছে ৫ রানে হেরে সেমিফাইনালের আশা শেষ যুবাদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ February ২০২৪ ২১:৪৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ February ২০২৪ ২১:৪৪

লড়াইটা শেষ পর্যন্ত করেছিলেন রোহানাত দৌলা বর্ষণ। তবে শেষরক্ষা করতে পারেননি। সেমির আশায় জল ঢালার সাথে সাথে পাকিস্তান যুব দলের কাছে মাত্র ৫ রানে হেরে গেছে ‍জুনিয়র টাইগাররা।

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে যেতে জুনির টাইগারদের ৩৮.১ ওভারের মধ্যেই পাকিস্তানের দেয়া লক্ষ্য টপকাতে হতো।

ধারাবাহিক বিরতিতে উইকেট পড়লেও সেমির লক্ষ্যের খুব কাছেই পৌঁছে গিয়েছিল জুনিয়র টাইগাররা। বর্ষণের লড়াকু ইনিংস লক্ষ্যের প্রায় কাছে নিয়ে গিয়েছিল তাদের। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি মারুফ মৃধা। তাই পাঁচ রানের হার মেনে নিতে হয়েছে মাহফুজুর রহমান রাব্বির দলকে।

প্রথমে দুর্দান্ত বোলিং করে পাকিস্তানকে ১৫৫ রানেই অলআউট করে দিয়েছিলেন বর্ষণ ও শেখ পারভেজ জীবনরা। দুজনেই দলের হয়ে নিয়েছেন চারটি করে উইকেট। তবে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি টাইগার ব্যাটার। ৩৫ ওভার ৫ বলে ১৫০ রানেই অলাউট হয়েছে রাব্বির দল।



আপনার মূল্যবান মতামত দিন: