
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আগামী শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এ জন্য প্রশাসনের মধ্যস্থতায় ইজতেমা ময়দান জুবায়েরপন্থীদের কাছ থেকে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা দায়িত্ব বুঝে নিয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাদপন্থীরা ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেন। এর আগে বেলা ১টায় প্রশাসন জুবায়ের পন্থীদের নিকট থেকে ময়দান বুঝে নেওয়া হয়।
এরপর বেলা ৩টায় বিশ্ব ইজতেমা ময়দানে স্থাপিত গাজীপুর জেলা প্রশাসনের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্র থেকে সাদ পন্থীরা বিশ্ব ইজতেমা ময়দানের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে নেন।
আপনার মূল্যবান মতামত দিন: