odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ February ২০২৪ ২২:২৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬ February ২০২৪ ২২:২৩

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে। ভুটানের বিপক্ষে আজ ম্যাচটি ছিল নিয়মরক্ষার। মঙ্গলবার ভুটানকে ৪-০ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। আগামী ৮ ফেব্রুয়ারি শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

ম্যাচের শুরু থেকেই ভুটানের বিপক্ষে চড়াও হয়ে খেলে বাংলাদেশ। ১৮ মিনিটে নুসরাত জাহান মিতুর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ঐশি খাতুন। নুসরাত জাহান মিতুর নেওয়া কর্নারে হেড থেকে ব্যবধান বাড়ান ঐশি। বিরতির পরও খেলার ছন্দ ধরে রাখে বাংলাদেশ। ফলে ৫৭ মিনিটে ব্যবধান ৩-০ করে কোচ সাইফুল বারী টিটুর শিষ্যরা। ৬৩ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ফাইনালের আগে ভুটানকে ৪-০ গোলে পরাজিত করে বাংলাদেশ। 



আপনার মূল্যবান মতামত দিন: