odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে বিদেশি তারকার মেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ February ২০২৪ ১৬:২৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ February ২০২৪ ১৬:২৭

শুরুতে তারকাশূন্যতা থাকলেও বিপিএলে এখন তারকার ছড়াছড়ি। চট্টগ্রাম পর্বে সেটা আরো বাড়ছে বৈ কমছে না। আগামীকাল দুপুর ১ টা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ম্যাচ দিয়ে বন্দরনগরীতে বিপিএলের আসল লড়াই শুরু হবে। রাতে খুলনা টাইগার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

বিপিএলে বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়ার মিছিলে চট্টগ্রাম পর্বে যুক্ত হচ্ছে আরো কিছু বড় নাম। খুলনার হয়ে খেলতে আজ ঢাকায় আসবেন ইংল্যান্ড ওপেনার অ্যালেক্স হেলস। আগামীকাল রংপুরের বিপক্ষে তাঁর মাঠে নামার কথা। খুলনার টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম পর্ব শেষ করেই আবার চলে যাবেন হেলস। চট্টগ্রাম পর্বেই খুলনা পাচ্ছে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার ওয়েইন পার্নেল ও ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জেসন হোল্ডারকে। 

নিয়মিত একাদশের দুই পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ ও মোহাম্মদ নাওয়াজকে পিএসএলের জন্য আগেই ছেড়ে দিয়েছে দলটি। চলে গেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও। হেলস-হোল্ডাররা নিশ্চিতভাবে দলটির শক্তি বাড়াবে।



আপনার মূল্যবান মতামত দিন: