odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 20th October 2025, ২০th October ২০২৫

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন মারে

Admin 1 | প্রকাশিত: ১ March ২০১৭ ০০:৫৬

Admin 1
প্রকাশিত: ১ March ২০১৭ ০০:৫৬

 এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান যথারীতি ধরে রেখেছেন বৃটিশ টেনিস তারকা এন্ডি মারে।


২৯ বছর বয়সী এই স্কটিশ গত নভেম্বরে ক্যারিয়ারে প্রথমবারের মত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে আসীন হন। ১১,৫৪০ রেটিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের এক নম্বর স্থানটি দখল করে আছে। সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৯৭৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তারপরের অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের স্ট্যান ওয়ারিঙ্কা।
ফ্রেঞ্চ তারকা জো-উইলফ্রিড টিসোঙ্গা চার ধাপ উপরে উঠে সপ্তম স্থানে অবস্থান করছেন। এদিকে সুইস সেনসেশন রজার ফেদেরার ৩২৬০ পয়েন্ট নিয়ে দশম স্থানে নেমে গেছেন।
এটিপি র‌্যাঙ্কিং :
১. এন্ডি মারে (বৃটেন) ১১৫৪ রেটিং পয়েন্ট
২. নোভাক জকোভিচ (সার্বিয়া) ৯৭৩৫
৩. স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) ৫১৯৫
৪. মিলোস রাওনিক (কানাডা) ৫০৮০
৫. কেই নিশিকোরি (জাপান) ৪৭৩০
৬. রাফায়েল নাদাল (স্পেন) ৪১১৫
৭. জো-উইলফ্রিড টিসোঙ্গা (ফ্রান্স) ৩৪৮০
৮. মারিন সিলিস (ক্রোয়েশিয়া) ৩৪১০
৯. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া) ৩৩৭৫
১০. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) ৩২৬০



আপনার মূল্যবান মতামত দিন: