odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৯ March ২০২৪ ২১:৩৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ March ২০২৪ ২১:৩৮

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার।

সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক।

গণমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‌‘মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাব তার বদলে কাকে নেওয়া যায়। ’

জানা গেছে, চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।



আপনার মূল্যবান মতামত দিন: