odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

আন্তর্জাতিক ম্যাচে অস্ট্রিয়া ও জার্মার্নির দ্রুততম গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ March ২০২৪ ১৬:৩২

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ March ২০২৪ ১৬:৩২

২৪ মার্চ ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : শনিবার ম্যাচ শুরুর মাত্র সাত সেকেন্ডের মধ্যে গোলে করে আন্তর্জাতিক পরিসরে সবচেয়ে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন অস্ট্রিয়ার ক্রিস্টোফ বমগার্টনার। এর কিছুক্ষন পরেই জার্মানীর হয়ে একইভাবে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ফ্লোরিয়ান রিটজ।

২৪ বছর বয়সী বমগার্টনার ব্রাতিস্লাভায় স্লোভাকিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে এই গোল করেন। কিক-অফের পরপরই স্বাগতিকদের রক্ষনভাগে ঢুকে পড়ে লিপজিগের এই এ্যাটাকার তিনজন খেলোয়াড়কে কাটিয়ে ২৫ মিটার দুর থেকে গোলরক্ষক মার্টিন ডুব্রাভকাকে পরাস্ত করেন। ম্যাচটিতে অস্ট্রিয়া ২-০ গোলে জয়ী হয়েছে।

এদিকে শনিবার রাতে লিঁওতে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে রিটজও প্রথম মিনিটেই গোলে দিয়ে জার্মানীকে এগিয়ে দেন।

সূত্র: এএফপি



আপনার মূল্যবান মতামত দিন: