odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 9th January 2026, ৯th January ২০২৬

প্রথমবারের মতো জাপানের সম্রাট যাচ্ছেন ভিয়েতনামে

Admin 1 | প্রকাশিত: ১ March ২০১৭ ১৯:৪৩

Admin 1
প্রকাশিত: ১ March ২০১৭ ১৯:৪৩

জাপানের সম্রাট আকিহিতো ও তার স্ত্রী মিচিকো এ প্রথমবারের মতো ভিয়েতনাম সফরে যাচ্ছেন। সফরকালে তারা জাপানী সৈন্যদের পরিবারের সঙ্গে সাক্ষাত করবেন। সাত দশকেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তার পিতা এসব জাপানী সৈন্যকে সেখানে পাঠিয়েছিলেন।


পুরনো যুদ্ধক্ষেত্রগুলোতে একের পর এক সফরের অংশ হিসেবে ৮৩ বছর বয়স্ক স¤্রাট মঙ্গলবার সর্বশেষ ভিয়েতনাম যাচ্ছেন। টোকিও’র হানেদা বিমানবন্দরে আকিহিতো বলেন, আশা করছি ভিয়েতনামে আমাদের এই সফর দুই দেশের পারষ্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে সহায়ক হবে।
ইম্পেরিয়াল হাউজহোল্ড এজেন্সি জানায়, আকিহিতো ও মিচিকোর হ্যানয় ও হো সফরের কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে ভিয়েতনামে অবস্থানরত জাপানী সৈন্যদের পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাত করবেন।
ঔপনেবেশিক শাসক ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতার জন্যে লড়াইয়ে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের সঙ্গে প্রায় ৭শ জাপানী সৈন্য যোগ দেয়। ১৯৫৪ সালে ফ্রান্সের পরাজয়ের পর এসব সৈন্যকে দেশে ফেরার আদেশ দেয় জাপানী কর্তৃপক্ষ। কিন্তু এসব সৈন্যের স্ত্রী ও সন্তানেরা তাতে বাধা দেয়।
ভিয়েতনাম সফর শেষে স¤্রাট রোববার স্ত্রীসহ ব্যাংকক যাবেন।



আপনার মূল্যবান মতামত দিন: