ঢাকা | Thursday, 16th October 2025, ১৬th October ২০২৫

গাজীপুরের শ্রীপুরে টাইলস কারখানায় আগুন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ April ২০২৪ ১০:৪৫

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ April ২০২৪ ১০:৪৫

১ এপ্রিল, ২০২৪ (অনলাইন ডেস্ক) : গাজীপুর জেলার শ্রীপুরে গতরাতে মীর সিরামিকস নামের একটি টাইলস কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মীর সিরামিক্স কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে মীর সিরামিক্স কারখানার ফিনিশিং ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানো কাজে যোগ দেয়। মোট চারটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান তিনি



আপনার মূল্যবান মতামত দিন: