ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মেসি মানেই জাদু তা ‘এখন এক পায়ে’

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৭ ১১:৪৪

ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার (২৫)সাথে  সবচেয়ে বেশি ‘অ্যাসিস্ট’(১৪) করানোর রেকর্ডও তাঁর। এর মধ্যে গতকাল বার্সা–সতীর্থ অ্যালেক্স ভিদালকে দিয়ে করানো শেষ গোলটি যোগ করেছে নতুন মাত্রা। সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ করা সময়ে ভিদালকে পাস দেওয়ার মুহূর্তে মেসির পায়ে যে মাত্র একটি জুতো!

তাৎক্ষণিকভাবে অনেকেই হয়তো তা খেয়াল করেননি। কিন্তু ক্যামেরার চোখ এড়ায়নি। বল নিয়ে মার্সেলোকে পেছনে ফেলার সময় মেসির ডান পায়ের বুট খুলে যায়। কিন্তু গোলের নেশায় মরিয়া বার্সা ফরোয়ার্ড সে জন্য থামবেন কেন? ডান পায়ে শুধু সাদা মোজা নিয়ে এক দৌড়ে বাইলাইন থেকে বাঁ পায়ে কাট ব্যাক করেন মেসি। রিয়াল মাদ্রিদ বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথার শটে স্কোরলাইন ৩-০ করেন ভিদাল।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: