odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 19th December 2025, ১৯th December ২০২৫

গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি | প্রকাশিত: ২০ April ২০২৪ ১৮:১৫

নাসির উদ্দিন , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০ April ২০২৪ ১৮:১৫

মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর গলাচিপায় মরিয়ম আক্তার (৭) নামের এক শিশু বিদ্যুৎ এর শক খেয়ে ঘটনা স্থলেই মারা যায়। এমন একটি ঘটনা ঘটেছে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালির চর গ্রামে শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ১ টার দিকে।

গোলখালীর ৫নং ওয়ার্ডের কালির চর গ্রামের মো. মনির মোল্লার তিন ছেলে মেয়ের মধ্যে একমাত্র মেয়ে মরিয়ম। সে বাড়ীর পার্শ্ববতী পূর্ব কালির চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, মরিয়ম আক্তারের চাচাতো দাদা শাহজামাল মোল্লার মিশুক গাড়ীতে ঘরের সামনেই বিদ্যুৎ দিয়ে ব্যাটারী চার্জ দিতে ছিল। অনুমান করা হয় যে, মরিয়ম আক্তার সবার চোখ ফাকি দিয়ে হয়তো চার্জের ব্যাটারির কাছে গিয়েছিল। এ সময় পুরুষরা জুমার নামাজে ও মহিলারা রান্নার কাজে ব্যস্ত থাকায় মরিয়মকে কেউ দেখতে পায়নি। পরবর্তীতে বাড়ীর লোকজন তাকে দেখতে পেয়ে গলাচিপা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান জানান, অভিভাবকরা এসেছিল কোন ধরনের অভিযোগ না থাকায় লাশ বাড়ীতে নিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: