ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ছয় লেনের ফ্লাইওভারের উদ্বোধন ৪ঠা জানুয়ারি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৭ ১৪:৪২

ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থাকা অতিথি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ ফ্লাইওভার উদ্বোধন করবেন। একই সময় মহিপালে ফ্লাইওভারে স্থাপিত “উদ্বোধনী স্টোন” উন্মোচন করা হবে।

গতকাল সোমবার সকালে মহিপাল ফ্লাইওভারের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।

এ সময় সেতুমন্ত্রী বলেন,  ২০১৫ সালের এপ্রিল মাসে নির্মাণ কাজটি শুরু হওয়া এ প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের জুন মাসে। তবে ছয় মাস আগেই নির্মাণ কাজ শেষ হয়েছে। এ ফ্লাইওভারের নির্মাণ কাজ হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে। ফ্লাইওভারটি ৬৬০ মিটার দীর্ঘ এবং ২৪ দশমিক ৬২ মিটার প্রশস্ত  যাতে নির্মাণে ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন, ৩৪ ইঞ্জিনিয়ার কনন্সট্রাকশন ব্রিগেডের পরিচালক মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, নকশাকার অধ্যাপক ড.এম আজাদুর রহমান, ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম রেজাউল মজিদ,ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায়,পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, ফেনীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম,  সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান,  ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী প্রমুখ।

ফেনীতে ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে দুপুরে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে এসে সেতুমন্ত্রী বলেন, ৪ঠা জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কবিরহাট উপজেলার ধানসিঁড়ি বাজারে নোয়াখালী খালের পুনঃখনন ও উদ্বোধন করবেন।

কবিরহাটের চাপরাশিরহাট বাজারে এক পথসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এ খাল খনন না হওয়ায় বর্ষায় বন্যা, শুষ্ক মৌসুমে পানিশুহ্নন্যতা ও খরায় পুড়ে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সীমাহীন দুর্ভোগে পড়ে। ৪২৪ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দে এ খাল খননের মাধ্যমে নোয়াখালীবাসীর দুঃখ মোচন হতে চলেছে।

সেতুমন্ত্রী আরও বলেন, নোয়াখালীর জলবব্দতা দূরীকরণে ৪ উপজেলায় ১৯ খালে ১৭২ কিলোমিটার খনন, ১০ কিলোমিটার প্রতিরক্ষা বাঁধ, সাড়ে ১১ কিলোমিটার সাধারণ বাঁধ ও বামনী নদীতে রেগুলেটর নির্মাণ করা হবে। পরে সেতুমন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম চরফকিরা ১৯ স্লুইস গেট নামক স্থানে চাপরাশি খাল খনন কাজের উদ্বোধনের প্রস্তুতি দেখেন এবং প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার ইলিয়াস শরীফসহ স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন: