ঢাকা | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

১২৮ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ!

বাংলা সোঅস | প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮ ০৩:৩৩

বাংলা সোঅস
প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৮ ০৩:৩৩

 

১২৮ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সরকারি-বেসরকারি দলীয় ও বিভিন্ন সংস্থার জরিপের মাধ্যমে নামগুলো যাচাই বাছাই করে এই তালিকা করা হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ ১২৮ জন প্রার্থী ইতি মধ্যে নির্বাচনে্র প্রস্তুতি নিচ্ছে। চূড়ান্ত তালিকায় যারা রয়েছেন তাদের অনেকের সাথে যোগাযোগ করে জানা গেছে তারা হাই কমান্ড থেকে কাজ করার অনুমতি পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য বলেন, বিভিন্ন জরিপের ভিত্তিতে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

ইতোমধ্যে বেশকিছু আসনে প্রার্থী বাছাই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, প্রথমে আমরা ১৬০টি আসনে প্রার্থী চূড়ান্ত করব। দুই ধাপে এটি হবে। প্রথম ধাপে ১০০, পরের ধাপে ৬০ প্রার্থী। এর পর যেসব দলের সঙ্গে আমাদের নির্বাচনী জোট রয়েছে তাদের সঙ্গে আলোচনা করে বাকি আসনগুলোয় প্রার্থী ঠিক করা হবে। এক প্রশ্নে তিনি বলেন, চূড়ান্ত প্রার্থীদের অনেককেই চুপচাপ জানানো হচ্ছে, এলাকায় গিয়ে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য এ বিষয়ে বলেন, গণভবনে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একান্ত আলাপে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই একাধিকবার প্রার্থী জরিপের কথা জানিয়েছেন। ২০০ আসনে প্রার্থী জরিপ চূড়ান্ত হয়েছে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির গত বৈঠকের আগের বৈঠকে জানিয়েছিলেন সভাপতি নিজেই। এখন ওই ২০০ আসনের মধ্য থেকে ১২৮ জনের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে।

 

আওয়ামীলীগের প্রার্থী তালিকাঃ জাতীয় সংসদের সংসদীয় আসনের ক্রমানুসারে আওয়ামী লীগের ১২৮ জন সম্ভাব্য প্রার্থী হলেন:

#১, পঞ্জগড়-২, নুরুল ইসলাম সুজন। # ২, ঠাকুরগাঁও-১, রমেশ চন্দ্র সেন। # ৩, দিনাজপুর-১,মনোরঞ্জন শীল গোপাল। # ৪, দিনাজপুর-২, খালিদ মাহমুদ চৌধুরী । #৫, দিনাজপুর-৩, ইকবালুর রহিম। # ৬, দিনাজপুর-৫, মোস্তাফিজুর রহমান। # ৭, নীলফামারী-২, আসাদুজ্জামান নূর। # ৮, লালমনিরহাট-১, মোতাহার হোসেন। # ৯, লালমনিরহাট-২, নুরুজ্জামান আহমেদ। # ১০, রংপুর-৪, টিপু মুনশি। # ১১, গাইবান্ধা-২, মাহবুব আরা বেগম গিনি। # ১২, গাইবান্ধা-৩, ইউনুস আলী সরকার। # ১৩, জয়পুরহাট-২, আবু সাঈদ আল মাহমুদ স্বপন। # ১৪, বগুড়া-১, আবদুল মান্নান। # ১৫, বগুড়া-৫, হাবিবর রহমান। # ১৬, নওগাঁ-১, সাধন চন্দ্র মজুমদার। # ১৭, নওগাঁ-২, শহীদুজ্জামান সরকার। # ১৮, নওগাঁ-৬, ইসরাফিল আলম। # ১৯, রাজশাহী-১, ওমর ফারুক চৌধুরী। #২০, রাজশাহী-৪, এনামুল হক। #২১, রাজশাহী-৫, আবদুল ওয়াদুদ। #২২, রাজশাহী-৬, শাহরিয়ার আলম। #২৩, নাটোর-২, শফিকুল ইসলাম শিমুল। #২৪, নাটোর-৩, জুনাইদ আহমেদ পলক। #২৫, সিরাজগঞ্জ-১, মোহাম্মদ নাসিম। #২৬, সিরাজগঞ্জ-২, ডা. হাবিবে মিল্লাত। #২৭। সিরাজগঞ্জ-৬, হাসিবুর রহমান স্বপন। #২৮। পাবনা-৩, মকবুল হোসেন পচা। #২৯, পাবনা-৫, গোলাম ফারুক খন্দকার প্রিন্স। #৩০, মেহেরপুর-১, ফরহাদ হোসেন। #৩১, কুষ্টিয়া-৪, আবদুর রউফ। #৩২, চুয়াডাঙা-২, আলী আজগর। #৩৩, ঝিনাইদাহ-২, তাহজীব আলম সিদ্দিকী। #৩৪, ঝিনাইদাহ-৪, আনোয়ারুল আজীম আনার। #৩৫, যশোর-১, শেখ আফিল। #৩৬, যশোর-২, মনিরুল ইসলাম। #৩৭, যশোর-৩, কাজী নাবিল আহমেদ। #৩৮, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য। #৩৯, মাগুরা-২, সাইফুজজামান শিখর। #৪০, নড়াইল-১, কবিরুল হক। # ৪১, বাগেরহাট-১, শেখ হেলাল উদ্দীন। #৪২, খুলনা-৪, এস এম মোস্তফা রশিদী। #৪৩, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ। #৪৪, সাতক্ষীরা-২, মীর মোস্তাক আহমেদ রবি। #৪৫, সাতক্ষীরা-৩, আ ফ ম রুহুল হক, #৪৬, সাতক্ষীরা-৪, এস এম জগলুল হায়দার। # ৪৭, বরগুনা-১, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। #৪৮, পটুয়াখালী-২, আ স ম ফিরোজ। #৪৯, পটুয়াখালী-৩, আ খ ম জাহাঙ্গীর হোসাইন। #৫০, ভোলা-১, তোফায়েল আহমেদ। #৫১, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী। #৫২, ভোলা-৪, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। # ৫৩, বরিশাল-১, আবুল হাসনাত আবদুল্লাহ। # ৫৪। বরিশাল-২, তালুকদার মো. ইউনুস। #৫৫, বরিশাল-৪ পংকজ দেবনাথ। #৫৬, ঝালকাঠি-২, আমির হোসেন আমু। #৫৭, টাঙ্গাইল-১, আবদুর রাজ্জাক। #৫৮, টাঙ্গাইল-৪, হাসান ইমাম খান। #৫৯, টাঙ্গাইল-৮, অনুপম শাহজাহান জয়। #৬০, জামালপুর-১, আবুল কালাম আজাদ। #৬১, জামালপুর-৩, মির্জা আজম। #৬২, শেরপুর-১, আতিউর রহমান আতিক। #৬৩, শেরপুর-২, মতিয়া চৌধুরী। #৬৪, ময়মনসিংহ-১, জুয়েল আরেং। #৬৫, ময়মনসিংহ-১০,ফাহমী গোলন্দাজ বাবেল। #৬৬, নেত্রকোনা-১, মানু মজুমদার। #৬৭, নেত্রকোনা-৫, ওয়ারেসাত হোসেন বেলাল। #৬৮, কিশোরগঞ্জ-১, সৈয়দ আশরাফুল ইসলাম। #৬৯, কিশোরগঞ্জ-৪, রেজওয়ান আহাম্মদ তৌফিক। #৭০, কিশোরগঞ্জ-৫, আফজাল হোসেন। #৭১, কিশোরগঞ্জ-৬,নাজমুল হাসান।#৭২। মানিকগঞ্জ-১, এ এম নাঈমুর রহমান। #৭৩, মানিকগঞ্জ-২, মমতাজ বেগম। #৭৪,মানিকগঞ্জ-৩, জাহিদ মালেক। #৭৫, মুন্সীগঞ্জ-৩, মৃণাল কান্তি দাস। #৭৬, ঢাকা-৩, নসরুল হামিদ। #৭৭,ঢাকা-০৮, ইসমাইল চৌধুরী সম্রাট। #৭৮,ঢাকা-১০, শেখ ফজলে নূর তাপস। #৭৯, ঢাকা-১১, এ কে এম রহমতউল্লাহ। #৮০, ঢাকা-১২, আসাদুজ্জামান খান। #৮১, ঢাকা-১৩, জাহাঙ্গীর কবির নানক। #৮২, ঢাকা-১৬, কামাল আহমেদ মজুমদার। #৮৩, ঢাকা-১৯, এনামুর রহমান। #৮৪, গাজীপুর-১, আ. ক. ম. মোজাম্মেল হক। #৮৫, গাজীপুর-২, জাহিদ আহসান রাসেল। #৮৬, গাজীপুর-৩, জামিল হাসান দুর্জয়। #৮৭, গাজীপুর-৪, সিমিন হোসেন রিমি। #৮৮, গাজীপুর-৫, মেহের আফরোজ চুমকি। #৮৯, নরসিংদী-১; নজরুল ইসলাম। #৯০, নরসিংদী-২, কামরুল আশরাফ খান। #৯১, নরসিংদী-.৩,আলহাজ্জ্ব হারুন- রশীদ । #৯২, নরসিংদী-৪, নুরুল মজিদ হুমায়ুন। #৯৩, নরায়ণগঞ্জ-১, গোলাম দস্তগীর গাজী। #৯৪, নরায়ণগঞ্জ-২, নজরুল ইসলাম বাবু। #৯৫, নারায়ণগঞ্জ-৪, শামীম ওসমান। #৯৬, রাজবাড়ী-১, কাজী কেরামত আলী। #৯৭, রাজবাড়ী-২, জিল্লুল হাকিম। #৯৮, ফরিদপুর-৩, খন্দকার মোশাররফ হোসেন। #৯৯, গোপালগঞ্জ-২, শেখ ফজলুল করিম সেলিম। #১০০,গোপালগঞ্জ-.৩, শেখ হাসিনা। #১০১, মাদারীপুর-১, নুর ই আলম চৌধুরী লিটন। # ১০২, মাদারীপুর-২, শাজাহান খান। #১০৩, শরীয়তপুর-১, বিএম মোজাম্মেল হক। #১০৪,শরীয়তপুর-৩,- এ কে এম এনামুল হক শামীম। #১০৫, সুনামগঞ্জ-৩, এমএ মান্নান। #১০৬, সুনামগঞ্জ-৫, মুহিবুর রহমান মানিক। #১০৭, সিলেট-৩, মাহমুদ উস সামাদ চৌধুরী। #১০৮, সিলেট-৪, ইমরান আহমেদ। # ১০৯, সিলেট-৬, নুরুল ইসলাম নাহিদ। #১১০,মৌলভীবাজার-১; শাহাব উদ্দিন। #১১১, হবিগঞ্জ-৩, আবু জহির। #১১২, ব্রাহ্মণবাড়িয়া-৩, আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। #১১৩, কুমিল্লা-১, সুবিদ আলী ভূইয়া। # ১১৪, কুমিল্লা-২, সেলিমা আহমদ। #১১৫, কুমিল্লা-৩, ইউসুফ আবদুল্লাহ হারুন। # ১১৬, কুমিল্লা-৫, আবদুল মতিন খসরু। #১১৭, কুমিল্লা-৬, আ ক ম বাহাউদ্দীন। #১১৮, কুমিল্লা-৭, ডা. প্রাণ গোপাল দত্ত। #১১৯, কুমিল্লা-৯, তাজুল ইসলাম। #১২০, কুমিল্লা-১০, আ হ ম মুস্তফা কামাল। #১২১, কুমিল্লা-১১, মুজিবুল হক। #১২২,চাঁদপুর-০৩, ডা. দিপু মনি। #১২৩,চাঁদপুর-৪, শামসুল হক ভূইয়া। #১২৪, নোয়াখালী-০১, জাহাঙ্গীর আলম। #১২৫,নোয়াখালী-২, মোরশেদ আলম। #১২৬, নোয়াখালী-৩, মামুনুর রশীদ কিরণ। #১২৭, নোয়াখালী-৪, একরামুল করিম চৌধুরী। # ১২৮, নোয়াখালী-৫, ওবায়দুল কাদের।



আপনার মূল্যবান মতামত দিন: