odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

টানা ৩০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ল রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ May ২০২৪ ২২:৩৪

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ May ২০২৪ ২২:৩৪

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের প্রস্তুতিটা দুর্দান্ত হচ্ছে দলের বড় দুই তারকার। আলাভেসের বিপক্ষে জোড়া গোল করেছেন ব্রাজিলীয় উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। আর এক গোল করার পাশাপাশি তিনটি গোল বানিয়ে দিয়েছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। বাকি দুই গোল ভালভার্দে ও আর্দা গুলেরের।

তবে গোল করার নয়, রিয়াল এদিন গড়েছে গোল না খাওয়ার রেকর্ড। নিজেদের ইতিহাসে লা লিগায় এক মৌসুমে সবচেয়ে বেশি ম্যাচে ক্লিনশিটের রেকর্ড। এবার লিগে এখন পর্যন্ত ৩৬ ম্যাচের ২০টিতেই কোনো গোল হজম করেনি রিয়াল।

৩৬ ম্যাচের মাত্র একটিতে হারা দলটি লিগে অপরাজিত টানা ৩০ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার আগেই তাই রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলে দিলেন, ‘কোচ হিসাবে এটাই আমার সেরা মৌসুম।’ 



আপনার মূল্যবান মতামত দিন: