ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ম্যাককালামের ব্যাটে ৩০ বলে ৬১ রান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০১৮ ১২:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০১৮ ১২:০০


ধুম-ধাড়াক্কা মারতে গিয়ে হাত থেকে ব্যাট ফসকে যাওয়ার ঘটনা নতুন নয়। অনেকেরই এমন হয়, তবে ব্রেন্ডন ম্যাককালামের ক্ষেত্রে একটু বেশি। তবে এখন থেকে দৃশ্যটি হয়তো আর দেখতে হবে না। দারুণ এক উদ্ভাবনী বুদ্ধির পরিচয় দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান। ব্যাটের হাতল বানিয়েছেন বেসবল ব্যাটের আদলে!

ক্রিকেট ব্যাটে সাধারণত হাতলের শেষে কোনো গাঁট থাকে না, যেটা থাকে বেসবল ব্যাটে। এতে ব্যাট হাত ফসকে যাওয়ার সুযোগ নেই। ম্যাককালাম বেসবল ব্যাটের সেই গাঁটের আদলেই বানিয়েছেন তাঁর ক্রিকেট ব্যাটের হাতল। এমনিতে তাঁর ব্যাটটি ক্রিকেটের আইনকানুন মেনেই বানানো। শুধু হাতলের শেষ অংশটি গোলাকার গাঁটের মতো।

বিগব্যাশে গতকাল এ ব্যাট দিয়ে খেলতে নেমেই ব্রিসবেন হিটের হয়ে ঝড় তোলেন ম্যাককালাম। মেলবোর্ন স্টারসের গড়া ৭ উইকেটে ১৪১ রান তাড়া করতে নেমে ৩০ বলে ৬১ রান করেন বিস্ফোরক এ ব্যাটসম্যান। এর মধ্যে ২৭ বলের মাথায় ছক্কা মেরে তুলে নেন ফিফটি। ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় ইনিংসটি সাজান তিনি। ম্যাচটা ৯ উইকেটে জিতেছে ব্রিসবেন হিট।



আপনার মূল্যবান মতামত দিন: