ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়লো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৪ ১৮:৫৩

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০২৪ ১৮:৫৩

২৪ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বের প্রথম দল হিসেবে শততম হারের লজ্জার রেকর্ড গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

গতরাতে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬ রানে হেরেছে টাইগাররা। টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের শততম হার। বিশ্বের আর কোন দলের টি-টোয়েন্টিতে একশ ম্যাচ হারের রেকর্ড নেই।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজের আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি হারের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের, ৯৯টি। তখন বাংলাদেশের ছিলো ৯৮টি হার। কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে প্রথমটির পরও দ্বিতীয় ম্যাচও হেরে, বিশ্বের প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে শততম হারের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ। ১৬৮ ম্যাচে ১শ হার এখন বাংলাদেশ। ১৯৩ ম্যাচে ৯৯ রান ক্যারিবীয়দের। 



আপনার মূল্যবান মতামত দিন: