odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই তাসকিনকে পাওয়ার প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ May ২০২৪ ১৮:৩০

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ May ২০২৪ ১৮:৩০

তাসকিন আহমেদকে নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ চলাকালে মিলেছে ভালো খবর। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন অভিজ্ঞ পেসার।

যুক্তরাষ্ট্র সিরিজ চলাকালে জানা গেল, তার পাজরের ডান পাশের হাড়ের চোট অনেকটাই সেরে ওঠার পথে। প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন ২৯ বছর বয়সী পেসার। সব কিছু ঠিক থাকলে আগামী ১ জুন থেকে মাঝারি রান-আপে বোলিং শুরু করার কথা তার।

প্রাথমিকভাবে বোলিং শুরুর পর আর কোনো সমস্যা না হলে ৫ তারিখ থেকে পূর্ণ রান-আপে বোলিংয়ে ফিরবেন তাসকিন। আর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন (বাংলাদেশ সময় ৮ জুন ভোর সাড়ে ৬টা), শ্রীলঙ্কার বিপক্ষে। 



আপনার মূল্যবান মতামত দিন: