
সিরিয়াতে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগে বাশার আল আসাদ সরকারের উপর নতুন করে অবোরোধ আরোপের সিদ্ধান্তে ভোট হলে রাশিয়া ও চীন ভেটো দেয়।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্যরা এই অভিযোগের শাস্তি হিসেবে নিরাপত্তা পরিষদে অবরোধের প্রস্তাব তুলেছিল।
সিরিয়ার সরকারের ওপর জাতিসংঘের অবরোধের প্রশ্নে এ নিয়ে সাতবার ভেটো দিয়েছে বাশার আল আসাদ সরকারের মিত্র দেশ রাশিয়া। আর চীন ভেটো দিয়েছে ছয়বার।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, এখন এমন অবোরোধ আরোপ করা হলে জেনিভাতে যে শান্তি আলোচনা চলছে সেটি হুমকির মুখে পড়বে।
মি পুতিন বলেছেন, সিরিয়ার ওপরে নতুন করে যেকোনো অবরোধের চেষ্টার বিরোধিতা করবে রাশিয়া।
সিরিয়ার সরকারের বিরুদ্ধে অভিযোগ ২০১৪ ও ১৫ সালে দুবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তারা ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: