odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন সৌম্য সরকার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ June ২০২৪ ২০:০৮

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ June ২০২৪ ২০:০৮

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে এখনও মাঠে নামেনি বাংলাদেশ। মাঠে না নামলেও বিশ্বকাপ নিয়ে বেশ রোমাঞ্চিত সৌম্য সরকার। বড় কিছু করার স্বপ্নও দেখেন টাইগার এই ওপেনার। স্বপ্ন দেখেন বৈশ্বিক মহাযজ্ঞের শিরোপা উল্লাসের।

বড় স্বপ্ন প্রসঙ্গে সৌম্য বলেন, ‘সব সময় বড় স্বপ্ন দেখি, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। ব্যক্তিগতভাবে আমি বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। কেউ সেমিফাইনাল বললে আমি বলব ফাইনাল খেলতে যাবো। তারপরে রেজাল্টের কথা আসবে।

মাঠে ভালো খারাপের উপর ফল আসবে। খেলায় উত্থান-পতন, ভালো-খারাপ, হার-জিত থাকবে। আমরা আমাদের দিক থেকে চাইব নিজেদের সেরাটা দেওয়ার। ’ 



আপনার মূল্যবান মতামত দিন: