odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 1st January 2026, ১st January ২০২৬

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ডটবল মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৮ June ২০২৪ ১৪:৪৬

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮ June ২০২৪ ১৪:৪৬

টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল খেলা অন্যায়, শ্রেয়াস আইয়ার এ কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রতি বলেই রান নেওয়ার চেষ্টা করেন ব্যাটাররা। সে জায়গায় ডট বল তো রীতিমত আকাশের চাঁদ বোলারদের কাছে। সেদিক থেকে মুস্তাফিজুর রহমান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ডট বল করার কীর্তিটা মুস্তাফিজের দখলে। আইপিএল থেকে দারুণ ছন্দ নিয়ে আসা মুস্তাফিজ বিশ্বকাপে বোলিংবান্ধব উইকেট পেয়ে হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বের চার ম্যাচ শেষে তার নামের পাশে ডট বল আছে ৬৭টি, যা আসরে এখন অবধি সর্বোচ্চ।

৬৪ ডট বল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির, যিনি দলবল নিয়ে বিদায় নিয়েছেন বিশ্বকাপ থেকে। দক্ষিণ আফ্রিকার ওটনিয়েল বার্টম্যান ও অ্যানরিখ নরকিয়া যথাক্রমে ৬৩টি ও ৬১টি উইকেট নিয়ে আছেন তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে। ৬১ উইকেট নিয়ে নরকিয়ার সাথে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব।



আপনার মূল্যবান মতামত দিন: